নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে এখনও বিশুদ্ধ পানির অভাবে মানুষ প্রতিনিয়ত কষ্টে দিন কাটাচ্ছে। বিগত শীতের প্রজেক্টের সময়, সেখানকার অবস্থা দেখে মনে হয়েছে আমরা কয়েক দশক পেছনে চলে গিয়েছি—অসংখ্য পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। তাদের ঘরবাড়ি দেখে বোঝার উপায় নেই যে এখানে মানুষ থাকতে পারে। উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত, আর পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় এখানে বিশুদ্ধ পানির অভাব প্রকট।
মানুষকে পানি পান করানো অনেক বড় চ্যারিটি। তাই, আসন্ন রমাদানে নীলফামারীর সেই মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই। এজন্য আমরা হাতে নিয়েছি ‘পিউর ওয়াটার ইনিশিয়েটিভ’, যার আওতায় এমন সব স্থানে টিউবওয়েল বসানো হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়।
প্রতিটি টিউবওয়েল স্থাপন ও সিমেন্ট দিয়ে পাকাকরণসহ আনুমানিক খরচ প্রায় ৭,৫০০ টাকা। (পরিবর্তনযোগ্য)
প্রজেক্টটি পুরো রমাদান অথবা মার্চ মাস জুড়ে চলবে, তবে আমরা রমাদানের আগেই কয়েকটি টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা করেছি। মশাল আলো-র পক্ষ থেকে এ ধরনের প্রথম উদ্যোগ এটি, তাই আপনাদের সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অংশগ্রহণ বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন, ইনশা আল্লাহ!