যুদ্ধবিরোতি ভঙ্গ করে ইজরাইল আবার হামলা করেছে ফিলিস্তিনে। গাজার মানুষ অমানবিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এক ঘণ্টার ব্যবধানে ৪০০ মানুষ মারা গিয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ আশ্রয়হীন, খাদ্য ও চিকিৎসা সংকটে দিন কাটাচ্ছে। চলমান এই সংকট শিশু ও বৃদ্ধদের জন্য জীবনসংকটে পরিণত হয়েছে।
মশাল আলো বিশ্বাস করে মানবতার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। পূর্বেও আমরা দুই দফায় এই অঞ্চলে কাজ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আবারো একটি ফান্ড রেইজিং প্রজেক্ট শুরু করছি। ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের কাছে জরুরি খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সহায়তা পৌঁছে দেওয়া যায় এই লক্ষ্যে মশাল আলোর এই প্রজেক্ট, ইনশা আল্লাহ।
পুরো ফান্ড ‘One Nation Uk’ এর কাছে পাঠানো হবে। প্রয়োজন অনুযায়ী মশাল আলোর তরফ থেকে গাযায় খাবার, পানি বা জরুরী প্রয়োজনগুলো পূরণ করবেন, ইনশা আল্লাহ
Every donation, no matter how small, makes a difference. Together, we can bring hope where it's needed most. Extend your hand today!
Find us:
Facebook | Instagram | LinkedIn | YouTube